বাইকটি দেখতে একদম নতুনের মতই রয়েছে কোন স্কেচ নেই কোন ধরনের প্রবলেম নেই টায়ার একদম দুনোটাই ফ্রেশ আছে বাইকটি অনেক যত সরকারি চালানোর হয়েছে এক হাতে চালানো হয়েছে বাইকটির মাইলেজ অনেক ভালো পাবেন চাইলে চেক করে দেখে নিতে পারবেন টাকার প্রয়োজন এজন্য সেল করা হবে । সবচেয়ে বড় কথা বাইকটির টাংকিতে কোন সমস্যা নেই জং বা এ ধরনের কোন সমস্যা পাবেন না।